সিলেটটুডে ডেস্ক

০১ আগস্ট, ২০১৭ ০০:৪৪

প্রধান বিচারপতি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যেখানে আলোচনার মধ্য দিয়ে সবকিছুর সমাধান করছে, সেখানে প্রধান বিচারপতি এজলাসে উঠে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। আমার দুর্ভাগ্য, সকল অনুষ্ঠানেই আমার পরে তিনি বক্তব্য দেন। তার অভিযোগগুলো খণ্ডানোর সুযোগ আমার আসে না।'

সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে 'বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের' সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি ও কর্মী সমাবেশে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও  সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সরকার সমর্থক আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী অভিযোগ করেন, 'অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত আচরণ বিধিমালার সংশোধিত খসড়ায় সংবিধানের ১১৬ অনুচ্ছেদে থাকা রাষ্ট্রপতির ক্ষমতা সুপ্রিম কোর্ট নিয়ে নিতে চায়।'

তিনি বলেন, 'ওনারা (সুপ্রিম কোর্ট) মাসদার হোসেন মামলায় নিম্ন আদালতের শৃঙ্খলাবিধি প্রণয়নের কথা বলেছেন। অতীতে কেউ কিন্তু শৃঙ্খলা বিধিমালা করেনি। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে এ রুলসটা করা হয়। যেহেতু ১০৯ অনুচ্ছেদে বলা আছে (হাইকোর্ট বিভাগের অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের ওপর ওই বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ-ক্ষমতা থাকবে) যে হাইকোর্ট, নট দ্য অ্যাপিলেট ডিভিশন। তাদের জানানোর জন্য এটা (রুলস) তাদের কাছে পাঠিয়ে ছিলাম। তারা যেটা পাঠিয়েছিল, আমরা শুধুমাত্র একটা জায়গায়ই হাত দিয়েছি। যেখানে ১১৬ অনুচ্ছেদ দ্বারা রাষ্ট্রপতির যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটাতে।'

আইনমন্ত্রী বলেন, 'আমি প্রধান বিচারপতিকে বলেছি, এটা দেওয়া যাবে না। প্রধান বিচারপতিকে বলেছি, একটা ড্রাফট পাঠিয়েছি। আপনি দেখেন পড়েন, তারপরও যদি আপনার কোনো বক্তব্য থাকে, প্রয়োজনে আমি আবার সংশোধন করে দেব। এরপর প্রধান বিচারপতি এজলাসে উঠে বলেন হাইকোর্টটা উঠিয়ে দেন।'

সভায় আইনমন্ত্রী আরও বলেন, 'হাইকোর্ট তো করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু। আমরা কিভাবে হাইকোর্ট উঠিয়ে দেব! তাহলে তার এই কথা কি অপ্রাসঙ্গিক নয়।'

প্রধান বিচার উদ্দেশে আইনমন্ত্রী আরও বলেন, 'আপনার প্রতি যথেষ্ট সম্মান ও অধিকার রয়েছে। আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট উঠানোর কথা বলি নাই। শৃঙ্খলা বিধিমালা রুলস দিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ওঠে না। এজলাসে বসে আপনার এগুলো বলার দরকার নেই। আপনার সঙ্গে এগুলো নিয়ে আমি আলোচনা করবো।'

মন্ত্রী বলেন, 'আমি যশোরে ছিলাম, প্রধান বিচারপতির কথা শুনেই ফোন করে বলেছি, আমি আসছি বৃহস্পতিবার আপনার সঙ্গে বসবো।'

আইনমন্ত্রী আরও বলেন, 'সেদিন (শনিবার) একটি অনুষ্ঠানে প্রধান বিচারপতি বললেন, তার চেয়ারে নাকি পানি পড়ে। আমাকে জানানোর পর প্রধানমন্ত্রীকে এটা জানালাম। প্রধানমন্ত্রী বললেন, আমার বিল্ডিংয়েও তো পানি পড়ে। তিনি আমাকে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনে সংস্কার করার কথা বললেন। পরে এখনকার আদলে না হয় নতুন বিল্ডিং করে দেওয়া যাবে।'

আপনার মন্তব্য

আলোচিত