সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০১৭ ১৩:৪১

রায় নিয়ে গণমাধ্যমে কথা বলবেন না প্রধান বিচারপতি

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে গণমাধ্যমে কথা বলবেন না প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। কথা বলবেন কোর্টে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্ট মিলনায়তনের সামনে রক্তদান কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে প্রধান বিচারপতি রায় নিয়ে তাঁর কথা বলার পরকল্পনার কথা জানান।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে কি না- জানতে চাইলে প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, ‘রায় নিয়ে প্রকাশ্যে বা গণমাধ্যমে কিছু বলব না। তবে যা বলার কোর্টে বলব।’

প্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে গিয়ে আমি দেখেছি এর সঙ্গে অনেক রাঘববোয়ালরা জড়িত। এ মামলার তদন্ত দুর্বলতার কারণে সেই রাঘববোয়ালদের আমরা কিছু করতে পারিনি। বঙ্গবন্ধু হত্যা ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র।’

তিনি বলেন, ‘আজ আমরা রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে যে রক্ত ঝরানো হয়েছে তার প্রতিদানে আমরা গরিব-অসহায়দের জন্য রক্তের ব্যবস্থা করছি।’

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতবছর থেকেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজিত হয়ে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত