সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০১৭ ২০:০৩

এক লাখ গাছ লাগিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ

ছবি: ইউএনও বোরহানউদ্দিন

এক লাখ গাছের চারা লাগিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবসে এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেন সেখানকার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল কুদ্দুস।

তিনি জানান, সোমবার দুপুর ১২টা এক মিনিটে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সরকারি অফিস ও বিভিন্ন রাস্তার পার্শ্ববর্তী এলাকাসহ মোট ৫৬০টি 'স্পটে' এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

আব্দুল কুদ্দুস বলেন, "একটি করে গাছ লাগাবেন, আর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করবেন, এ কথাই সবাইকে বলেছিলাম।"

তার আহবানে সাড়া পড়ে ব্যাপক। পুরো এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেয়।

তবে এই এক মিনিটের মূল কাজের প্রস্তুতি নিতে হয়েছে তিনমাস ধরে। স্থানীয় স্কুল-কলেজের ছাত্র শিক্ষকরাই স্পট ঠিক করে কাজ এগিয়ে নিয়ে গেছেন।

এত চারা কীভাবে সংগ্রহ করলেন জানতে চাইলে তিনি বলেন, ‘বন বিভাগের কাছ থেকে ৪০,০০০ আর বাকি ৬০,০০০ চারা আসে স্বরূপকাঠিসহ কাছাকাছি বিভিন্ন এলাকার ২৫টি নার্সারি থেকে।’

এতে ২১ প্রজাতির বনজ, ফলজ ও ওষধি গাছ লাগানো হয়েছে। যার মধ্যে আছে নিম, মেহগনি, একাশিয়া, আমলকি, অর্জুন ইত্যাদি।

উপজেলার বিদ্যুৎকেন্দ্রে যাওয়ার রাস্তার দুপাশে  লাগানো হয়েছে পলাশ, কৃষ্ণচূড়া, ও জারুল ১৩০০টিরও বেশি ফুলের গাছ। ওই রাস্তাটির নাম দেওয়া হয়েছে কুসুম কানন।

ইউএনও জানান, গাছগুলো রক্ষণাবেক্ষণে এলাকাবাসীরাই প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া পাহারাদারও নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

আপনার মন্তব্য

আলোচিত