নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৭ ১২:০৫

শামসুর রাহমানের জন্মদিনে বই নিউজের ‘কবিতায় শামসুর রাহমান’

আধুনিক কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৮৯তম জন্মদিনে ‘কবিতায় শামসুর রাহমান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বই নিউজ।

সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি মুহাম্মদ নূরুল হুদা উপস্থাপনা করবেন শামীম আরা মুন্নী।

এতে শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করবেন আশরাফুল আলম, রূপা চক্রবর্তী, ড.শাহদাৎ হোসেন নীপু, নাজমুল আহসান, মাসুম আজিজুল বাসার, আবু নাসের মানিক, আজহারুল ইসলাম রনি, কাজী বুশরা আহমেদ তিথি, তামান্না সরোয়ার নীপা, ইকবাল আহমেদ, রানা আহমেদ, এনাম আজিজুল ইসলাম, মিসবাহিল মোকার রাবিন, সাফওয়ানা জাবিন, অনন্যা রেজওয়ানা, পলি পারভিন, শহিদুল ইসলাম, মারজান প্রমুখ।

বই নিউজের সম্পাদক রবীন আহসান সংশ্লিষ্টদের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, কবি শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালের ১৭ আগস্ট ৭৭ বছর বয়সে বাংলাদেশ ও আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান এ কবি না ফেরার দেশে চলে যান।

আপনার মন্তব্য

আলোচিত