সিলেটটুডে ডেস্ক

২১ মার্চ, ২০১৮ ১৪:০৭

বিমান বিধ্বস্তে নিহত শেষ ২ বাংলাদেশির মরদেহ সনাক্ত

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত সর্বশেষ ২ বাংলাদেশির লাশ সনাক্ত করা হয়েছে। এর ফলে নিহত ২৬ বাংলাদেশির সকলের মরদেহই শনাক্ত করা হল। বৃহস্পতিবার (২২ মার্চ) তাদের মরদেহ ঢাকায় ফিরিয়ে আনা হবে।

এয়ারলাইনসটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আজ যে ২ জনের মরদেহ সনাক্ত হয়েছে তারা হলেন মোল্লা আলিফুজ্জামান (৩০) ও পিয়াস রায় (২৩)। ফরেনসিক টেস্টের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর আগে গতকাল নজরুল ইসলামের মরদেহটি সনাক্ত করা হয়। এ তিনজনের মরদেহ কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বৃহস্পতিবার বিমানযোগে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হবে।

অন্যদিকে, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুই নেপালি নাগরিক প্রিন্সি ধাম ও বিনোদ পৌদেকে মঙ্গলবার ভারত ও সিঙ্গাপুরে পাঠিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার জন্য এই দুজনকে বিদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান সংস্থাটির কর্মকর্তা ইমরান আসিফ।

তিনি জানান, আহত যাত্রীদের মধ্যে গতকাল পর্যন্ত তিন জন ভারতে, তিন জন সিঙ্গাপুরে ও সাত জন বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত