নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০১৮ ১২:৪০

কোটা সংস্কার আন্দোলনে ঢাবি উপাচার্যের সমর্থন

সরকারি চাকুরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কারে চলমান আন্দোলনকে যৌক্তিক বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

বুধবার (১১ এপ্রিল) ভিসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক। অবশ্যই কোটা সংস্কারের প্রয়োজন আছে।’

তিনি বলেন, ‘অতীতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকরা সহমত পোষণ করেছে। আমরা শিক্ষার্থীদের এই আন্দোলনে সহমত পোষণ করছি।

বর্তমানে দেশে কোটার অধীনে ৫৬ শতাংশ এবং বাকি ৪৪ শতাংশ সাধারণ চাকুরিপ্রত্যাশীদের জন্যে রয়েছে। বিদ্যমান কোটা সংস্কারের দাবি জানিয়ে শিক্ষার্থী ও চাকুরিপ্রত্যাশীরা মাঠে রয়েছে। এনিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামি ৭ মে'র মধ্যে এনিয়ে সরকারের ঘোষণা আসবে বলে জানানো হয়েছে।

ওই বৈঠকের পর আন্দোলনকারীদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এদিকে, চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও সমর্থন দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘কোটা সংস্কার নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছে এর দ্রুত সমাধান দরকার। তাড়াতাড়ি এর সমাধান করা গেলে তা সকলের জন্যই মঙ্গল হবে। তাই সরকারের উচিত হবে শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা বিবেচনায় নিয়ে যতো দ্রুত সম্ভব এর একটা সমাধান করা।’

আপনার মন্তব্য

আলোচিত