সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০১৮ ১৪:২১

বিদেশ কেন্দ্রে কমেছে পাসের হার

এসএসসি পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৩ দশমিক ৭৮ শতাংশ। যা গত বছরের তুলনায় পাসের হার শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ২৮ শতাংশ।

বোববার (৬ মে) সকালে শিক্ষামন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের প্রকাশিত পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

এসময় ফলাফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। বিদেশের আটটি কেন্দ্র ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে।

বিদেশের এসব কেন্দ্র থেকে মোট ৪৫০ জন পরীক্ষা দিয়ে ৪২২ জন পাস করেছে। এসব কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে ৯০ জন। এর মধ্যে ৩৪ জনই জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।

বিদেশের আটটি কেন্দ্র হলো- সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ এ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল শাহাম।

এবার এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দশ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এরমধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ ও কারিগরি বোর্ডে ৭১ দশমিক ৯৬ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত