সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০১৮ ০১:৪১

তিন সিটিতে নির্বাচন বর্জন করল ইসলামী আন্দোলন

সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন  নির্বাচন বর্জন করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্র দখল ও ভোটে অনিয়মের অভিযোগে দলটি নির্বাচন বর্জন করেছে।

ইসলামী কৃষক শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন সিটি নির্বাচনে ভোট গ্রহণে অনিয়ম খুলনা গাজীপুরকেও হার মানিয়েছে। সবচেয়ে বেশি খারাপ নির্বাচন হয়েছে বরিশালে। বাইরে থেকে ভোট বাক্স আগেই সিল মেরে ভর্তি করে রাখা, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া সহ নানা অনিয়ম হয়েছে নির্বাচনে।

শহিদুল ইসলাম কবীর বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে এই তিন সিটি নির্বাচন সুষ্ঠু হবে বলেই আশা করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু সরকারের আচরণে ইসলামী আন্দোলন আশাহত হয়েছে। সেই সঙ্গে সংশয় জেগেছে আগামী জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে। সেজন্য তিন সিটির নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত