সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৮ ১২:৫৬

আরপিও সংস্কারে আলোচনা শুরু

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংস্কারে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৬ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরপিও সংস্কার নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে ইসির ৩৫তম বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরো জানান,  আরপিও সংশোধনীর বিষয়ে আলোচনা শুরুর পাশাপাশি ইভিএম ব্যবহারের বিষয়েও আলোচনা শুরু হয়েছে। আরও কয়েকটি বৈঠকের পরে সিদ্ধান্ত হবে কোন কোন ধারা পরিবর্তন আনা হবে।

‘নির্বাচন কমিশনে আলোচনার পর প্রস্তাবিত ধারাগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় সবকিছু ঠিক ঠাক করে সংসদে পাঠানো হবে। এরপর তা সংসদে পাস হবে।’

তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদে আরপিও সংশোধনের খুব একটা সুযোগ থাকছে না। আগামী ৯ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনই বর্তমান সরকারের বিদায়ী অধিবেশন ধরা হচ্ছে।

তবে আগামী অধিবেশনে প্রস্তাবগুলো পাঠানো সম্ভব হবে কি-না নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত