সিলেটটুডে ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:১১

সাংবাদিক নদী হত্যা: আরেক আসামি গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদী হত্যা মামলার এজারভূক্ত আরেক আসামি শামসুজ্জামান মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে মিলনকে গ্রেপ্তারের বিষয়টি রোববার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেন র‌্যাব-১২ এর অধিনায়ক উইং কমান্ডার আব্দুল আহাদ।

মিলন পাবনা পৌরসভার গোপালপুরের মৃত আব্দুর রহিমের ছেলে। এর আগে এই মামলার আরেক আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আব্দুল আহাদ জানান, শামসুজ্জামান মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি সুবর্ণা নদীর প্রাক্তন শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মাসিউটিক্যালের (ইউনানি) ব্যবস্থাপক।

এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, র‌্যাবের পক্ষ থেকে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

এর আগে গত ২৮ আগস্ট রাতে পাবনা পৌরসভার রাধানগর মহল্লায় ভাড়া বাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত নদীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ২৯ আগস্ট পাবনা সদর থানায় মামলা করেন নদীর মা মর্জিনা বেগম। এতে ইড্রাল ফার্মাসিউটিক্যালস (ইউনানি) ও শিমলা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, তার ছেলে ও নদীর সাবেক স্বামী রাজীব হোসেন এবং তাদের অফিস সহকারী শামসুজ্জামানের নাম উল্লেখসহ অজ্ঞাত আট-নয়জনকে আসামি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত