সিলেটটুডে ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৩২

খালেদার চিকিৎসা চেয়ে রিট

রাজধানীর বিশেষায়িত হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন তার আইনজীবীরা। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে রিটটি দায়ের করা হয়।

রোববার (৯ সেপ্টেম্বর) হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয় বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

পরে এ জে মোহাম্মদ আলী জানান, খালেদা জিয়া কারাগারে। তিনি অনেক অসুস্থ, তার বাম পা ও হাত প্রায় অকেজো। এ অবস্থায় আমরা তার সুচিকিৎসা চেয়ে হাইকোর্টে আবেদন করেছি। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চে রিটটি শুনানির অনুমতি চাওয়া হয়েছে।  সোমবার এই রিট আবেদনের শুনানি হতে পারে।

রিট আবেদন দায়েরের পরপরই খালেদা জিয়ার মামলার ও শারীরিক অবস্থার বিষয়ে জানাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করতে গেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা।

আপনার মন্তব্য

আলোচিত