সিলেটটুডে ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৮ ১০:১৫

চট্টগ্রামে পাহাড় ধসে চারজনের মৃত্যু

ঘুর্ণিঝড় তিতলির প্রভাবে টানা বর্ষণে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসে ও গাছ উপড়ে পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার রাত ২টার দিকে আকবর শাহ এলাকার ফিরোজ শাহ কলোনির বরিশাল ঘোনায় পাহাড় ধসে ঘরের উপর পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

তার আগে রাত ১টার দিকে পাঁচলাইশ থানাধীন রহমান নগর এলাকায় ঘরের দেয়াল ধসে নিহত হয়েছেন আরেকজন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-সহকারি পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন, পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল ৭ টা পর্যন্ত একটানা কাজ চালিয়ে মাটির নিচে চাপা পাড়া অবস্থা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

এরা হলেন- বিবি জোহরা (৭০), মেয়ে নূরজাহান বেগম (৪৫) ও তার মেয়ে আড়াই বছর বয়সী ফয়জুন্নেছা আক্তার ওরফে নূর আয়শা।

আপনার মন্তব্য

আলোচিত