সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৮ ২৩:০৮

কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গেই থাকতে হচ্ছে ব্যারিস্টার মইনুলকে

ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাধারণ ওয়ার্ডে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হয়েছে। কারাগার থেকে সরবরাহ করা সাধারণ বন্দিদের খাবারই তাকে রাতে খেতে দেওয়া হবে। আদালত যদি অনুমতি দেন তবেই ডিভিশন পাবেন তিনি।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল আলম সাংবাদিকদের এ কথা জানান।  

মাহাবুবুল আলম বলেন, ব্যারিস্টার মইনুলকে সাধারণ ওয়ার্ডে সাধারণ বন্দিদের সঙ্গেই রাখা হয়েছে। কারাগারের নিয়ম অনুযায়ী রাতের খাবার কারাগার থেকেই দেওয়া হবে ওনাকে।

সোমবার (২২ অক্টোবর) রাতে রংপুরের একটি মানহানি মামলায় উত্তরায় আসম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে রাতে মিন্টু রোডে ডিবি কার্যালয় আনা হয়। পরে সেখান থেকে মঙ্গলবার (২৩ অক্টোবর) আদালতে নেওয়া হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রংপুরের মামলাটি দায়ের করেন নগরীর মুলাটোল এলাকার মিলি মায়া বেগম।

আপনার মন্তব্য

আলোচিত