সিলেটটুডে ডেস্ক

৩১ মার্চ, ২০১৯ ১১:০৮

১০৭ উপজেলায় ভোট গ্রহণ চলছে

উপজেলা পরিষদ নির্বাচন

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোট গ্রহণ চলছে।

রোববার (৩১ মার্চ) সকাল ৮টায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

এসব নির্বাচনী এলাকায় ভোটার রয়েছেন মোট ২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৭০৪ জন।

চতুর্থ ধাপের তফসিলে ১২২ উপজেলায় ভোট আয়োজনের পরিকল্পনা থাকলেও তৃতীয় ধাপের ছয়টি উপজেলার ভোট পিছিয়ে চতুর্থ ধাপে আনা হয়। আবার আইনি জটিলায় চারটি এবং ইসির নির্দেশনায় দুটি উপজেলার ভোট স্থগিত হয়ে যায়।

বাকি উপজেলাগুলোর মধ্যে ১৫টিতে সব পদেই একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় রোববার ১০৭ উপজেলায় ভোট হচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, রোববারের ভোটে ঝুঁকিপূর্ণ ৪৮ উপজেলায় ১১১ প্লাটুন অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, রিজার্ভ রাখা হয়েছে ৪৮ প্লাটুন (প্রতি প্লাটুনে ২০ জন)। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় র‌্যাবের অতিরিক্ত ৪টি টিম মোতায়েন করা হয়েছে।

এই ধাপে ছয়টি সদর উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হচ্ছে, দ্রুত ফলাফল পাঠানোর জন্য ব্যবহার করা হবে ট্যাব।

এই ছয় উপজেলা হল, বাগেরহাট সদর (কেন্দ্র সংখ্যা ৯১), ফেনী সদর (কেন্দ্র সংখ্যা ১২৭), মুন্সীগঞ্জ সদর (কেন্দ্র সংখ্যা ১১৬), ময়মনসিংহ সদর (কেন্দ্র সংখ্যা ১০০) ও পটুয়াখালী সদর (কেন্দ্র সংখ্যা ৮৯)।

আপনার মন্তব্য

আলোচিত