সিলেটটুডে ডেস্ক

০৪ এপ্রিল, ২০১৯ ১৫:২৩

১০ এপ্রিলের মধ্যে ৫০ লাখ টাকা দিতে হবে গ্রিনলাইনকে

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দেওয়ার জন্য ১০ এপ্রিল পর্যন্ত সময় পেয়েছে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে টাকা দিতে না পারলে গ্রিনলাইনের সব বাস জব্দ করার আদেশ দেওয়া হবে বলে জানান হাইকোর্ট।

এসময় আদালত টাকা দিতে না পরলে গ্রিনলাইন কর্তৃপক্ষ যেন ১১ এপ্রিলের কোনো টিকেট বিক্রি না করে বলেও জানান।

এই শুনানিতে উপস্থিত থাকতে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে ক্র্যাচে ভর দিয়ে আদালতে আসেন রাসেল সরকার। গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইনের একটি বাসের চাপায় পা হারানো রাসেলকে বুধবারের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি রাসেলের অন্য পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলে এবং তার কাটা পড়া পায়ে সর্বাধুনিক প্রযুক্তির কৃত্রিম পা লাগানোর খরচও গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়।

আপনার মন্তব্য

আলোচিত