সিলেটটুডে ডেস্ক

২৪ জুন, ২০১৯ ১০:৩৬

মঙ্গলবার খুলে দেওয়া হবে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতু মঙ্গলবার (২৫ জুন) থেকে খুলে দেওয়া হবে।

সড়ক বিভাগের পক্ষ থেকে এ কথা নিশ্চিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান, বর্তমানে সেতুর ওপর বেইলি ব্রিজ নির্মাণ কাজ চলছে। সেতুর কাজ শেষ হলে মঙ্গলবার সকাল থেকে যাত্রী নামিয়ে সেতুর ওপর দিয়ে বাস চলাচল করার জন্যে খুলে দেওয়া হবে। তবে ঝুঁকি থাকায় ভারী যানবাহন বিকল্প সড়কেই চলাচল করতে হবে। সেতুটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হতে আরও অন্তত ১০ দিন সময় লাগবে।

হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগ জানিয়েছে, ১৮ জুন বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতুর পূর্বাংশের রেলিংসহ ফুটপাতের একটি বড় অংশ ধ্বসে পড়ে। ওই দিন রাতে সড়ক ও জনপথ বিভাগের নির্দেশে সেতুটির ওপর দিয়ে সব ধরনের ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এজন্য গত ৬ দিন ধরে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার বলেন, সেতু মেরামত না হলে আমাদের পক্ষে কী করার আছে? আমরা সড়কে শৃঙ্খলা ধরে রাখার চেষ্টা করছি।

আপনার মন্তব্য

আলোচিত