সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০১৯ ১৩:৩৪

সাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে নারীর নাম দোলেনা খাতুন (৪০)।

শুক্রবার (৩০ আগস্ট) ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

এক সপ্তাহ আগে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। এরপর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে দোলেনা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শরিফুজ্জামান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এর আগে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকার গৃহবধূ জাহানারা বেগম (৩৫) ও কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল গাজীর ছেলে মাদরাসা ছাত্র আলমগীর গাজী (১৪) খুলনায় মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত