সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৫১

টাকার অভাবে স্কুলের বেতন দিতে পারেননি অর্থমন্ত্রী

ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, টাকার অভাবে স্কুলে বেতন দিতে পারিনি। তাই এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তিনবার খাতা থেকে নাম কাটা গিয়েছিল। গ্রামের লোকদের সহায়তায় বেতন দেওয়ার পরই পরীক্ষায় বসতে পেরেছি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অর্থমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশে এ কথা বলেন।

অনুষ্ঠানে নিজের ফেলে আসা দিনগুলো স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, আমি লজিংয়ে থেকে ও টিউশনি করে লেখাপড়া করেছি। তারপর আজ অর্থমন্ত্রী হয়েছি। সুতরাং সব শিশু-কিশোরেরই অর্থমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়।

মনোযোগ দিয়ে লেখাপড়া করা ও বাবা-মাকে শ্রদ্ধা করার পরামর্শ দিয়ে কিশোরদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, আমাকে অনুসরণ করো। কিছুটা হলেও উপকৃত হবে। আমি স্কুলে বেতন দিতে পারিনি, তাই এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তিনবার খাতা থেকে নাম কাটা গেছে। তারপর গ্রামের মানুষ বেতন দিলে পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছি। একইভাবে এইচএসসি পরীক্ষায়ও বেতন দিতে পারিনি। গ্রামের মানুষ বেতন দিয়ে সহযোগিতা করেছেন।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত