সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৯ ১৩:১৬

পাসে বরিশাল এগিয়ে, পিছিয়ে ঢাকা

জেএসসি-জেডিসি পরীক্ষা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) আট বোর্ডে এবার পাসের হারে সবচেয়ে এগিয়ে বরিশাল। আর পাসের হারে সবচেয়ে কম ঢাকা বোর্ডে। আবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী দীপু মনি সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় তার সঙ্গে ছিলেন।

জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।

এবার বরিশাল বোর্ডে সবচেয়ে বেশি ৯৭ দশমিক ০৫ শতাংশ। ঢাকা বোর্ডে সবচেয়ে কম ৮২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৯ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ঢাকা বোর্ড থেকে এবার সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৫৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে জেএসসিতে। আর মাদ্রাসা বোর্ডে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৬৮২ জন।

আপনার মন্তব্য

আলোচিত