সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৯ ১৩:৫১

প্রাথমিকে পাসের হার ৯৫.৫০%, ইবতেদায়ীতে ৯৫.৯৬%

২০১৯ সালের প্রাথমিক সমাপনীতে ৯৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ইবতেদায়ীতে পাস করেছে ৯৫ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে তিনি মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। আর ইবতেদায়ীতে পূর্ণ জিপিএ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন।
 
গত বছর প্রাথমিক সমাপনীর ফলাফল থেকে এবার প্রাথমিকে পাসের হার কমেছে ২ দশমিক ০৯ শতাংশ পয়েন্ট। আর ইবতেদায়ীতে পাসের হার কমেছে ১ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৭ দশমিক ৫৯ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৭ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী অংশ নেয়।

আপনার মন্তব্য

আলোচিত