সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০২০ ১৮:৫৭

করোনাভাইরাস শনাক্তে বাংলাদেশকে ৫০০ কিট দিলো চীন

করোনাভাইরাস (কোভিড ১৯) শনাক্ত করতে বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তির ৫০০ টি স্বাস্থ্য পরীক্ষার উপকরণ (কিট) দিয়েছে চীন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে এসব কিট বুঝে পেয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ ব্যাপারে ফ্লোরা বলেন, করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষা করা হয় পলিমেরেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআরের মাধ্যমে। আর পিসিআর করতেই এসব কিট ব্যবহার করা হবে। তবে এটার পরীক্ষা পদ্ধতিসহ অন্যান্য বিষয় এখনও বিশ্লেষণ করিনি। এগুলো দিয়ে কতগুলো পরীক্ষা করা যাবে সেটাও এখনও জানি না।

করোনাভাইরাস নিয়ে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে আইইডিসিআরের নিয়মিত এই সংবাদ সম্মেলনে পরিচালক বলেন, বাংলাদেশের এখন পর্যন্ত ৭৫ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এদের মধ্যে চারজন চীনের নাগরিক।

এদিকে আশকোনা থেকে বাড়ি ফেরা ৩১২ জনের সবাই ভালো আছেন জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত