সিলেটটুডে ডেস্ক

১৭ মার্চ, ২০২০ ২২:৩১

বিদেশফেরত রংপুরের বিভাগীয় কমিশনার কোয়ারেন্টাইনে

বিদেশফেরত রংপুরের বিভাগীয় কমিশনার কেএম তরিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নিজ বাস ভবনে হোম কোয়ারেন্টিনে আছেন। এছাড়া রংপুর বিভাগের ছয় জেলার ৬৮ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আমিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম সরকারি কাজে আমেরিকা গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার রাতে ফিরে অসুস্থ অনুভব করলে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এ ব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিন আহাম্মেদ জানান বিদেশ থেকে ফিরলেই তাকে কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি নিজ বাসায় অবস্থান করছেন। তাকে ১৪ দিন সেখানেই অবস্থান করতে হবে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রংপুর বিভাগের ছয় জেলার ৬৮ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম রয়েছেন।

খবর : ‍আরটিভি অনলাইন

আপনার মন্তব্য

আলোচিত