সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০২০ ১০:৪৮

লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ

রেলের সব লোকাল এবং মেইল ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে স্বাভাবিক চলাচল করছে আন্তঃনগর ট্রেন।

এছাড়া আগামী ২৬ মার্চ থেকে আন্তঃনগর ট্রেন বন্ধ করে দেওয়া হতে পারে বলে রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। করোনা পরিস্থিতির কারণে রেল চলাচল সীমিত করতেই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আন্তঃনগর সব ট্রেন সিডিউল মত চলাচল করছে বলে জানিয়েছে রেলওয়ে।

অন্যদিকে, ২৬ মার্চ থেকে অনলাইনেও ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামান জানান, করোনা পরিস্থিতির জন্য এর আগে ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে ৫ দিন করা হয়েছে। বন্ধ রয়েছে ঢাকা কলকাতার মধ্যে চলাচল কারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন। এখন মেইল ও লোকাল ট্রেন বন্ধ করা হলো। সরকারের আরও সিদ্ধান্ত হলে সেগুলো জানিয়ে দেবে রেলওয়ে।

আপনার মন্তব্য

আলোচিত