সিলেটটুডে ডেস্ক

০৬ এপ্রিল, ২০২০ ১২:৫০

এমন চলতে থাকলে হাসপাতালেও জায়গা দিতে পারব না: স্বাস্থ্যমন্ত্রী

পুরনো ছবি

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের সময়ে সামাজিক দূরত্ব বজায় না রাখলে হাসপাতালেও জায়গা দেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পোশাক কারখানা খোলা রাখা প্রসঙ্গ এবং একটি মাদ্রাসায় একসঙ্গে অনেকের ওঠাবসা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন।

পোশাক কারখানা খোলা রাখা প্রসঙ্গে জাহিদ মালেক বলেছেন, ‘বিজিএমইএ, বিকেএমইএ বিষয়গুলো দেখবে। আমরা যদি ইচ্ছে করে সংক্রমণ বাড়াই, সেটা তো বলতে হবে। আগামীতে যাতে এমনটা না হয় সেটা খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘মানিকগঞ্জে একটি মাদ্রাসায় একসঙ্গে ২৮ জন ওঠাবসা করেছিল। তাদের কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব জায়গায় এভাবে ছড়িয়ে পড়লে হাসপাতালে জায়গা দিতে পারব না। এটা তো রোগ সেটা বুঝতে হবে। রোগ কাউকে ছাড়বে না।’

সোমবার (৬ এপ্রিল) ‍দুপুরে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস (বিসিপিএস) ভবনে সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক শেষে কথা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), সরকারি-বেসরকারি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তাদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গঠিত জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত না নেওয়ার অভিযোগ করেছেন কমিটির চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনা মোকাবেলায় একটি জাতীয় কমিটির গঠন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমাকে জাতীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে।’

‘কিন্তু কখন কারখানা খুলবে, মসজিদ খোলা থাকবে কিনা- এসব বিষয়ে জাতীয় কমিটির সঙ্গে আলোচনা হয় না। স্বাস্থ্য বিষয় ছাড়া আমার সঙ্গে কোনো কিছু আলোচনা হয় না। আমি সাংবাদিকদের জবাব দিতে পারি না’ যোগ করেন তিনি।

সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১১৭ জন।

আপনার মন্তব্য

আলোচিত