সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০২০ ১৮:৪২

করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ১০ টাকা কেজি চাল বিক্রি স্থগিত

কর্মহীন মানুষকে সহায়তা দিতে গত ৫ এপ্রিল শুরু করা ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) খাদ্য সচিব নাজমানারা খানুম এ তথ্য জানান।

কর্মসূচি স্থগিত করার কারণ সম্পর্কে তিনি জানান, চাল কেনার জন্য মানুষ মিশে দাঁড়ায়। সামাজিক দূরত্ব মানে না। এ কারণে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রয়োজনে এ কর্মসূচি ফের চালু করা হবে।এখন ত্রাণের দিকেই জোরটা বেশি।

তিনি বলেন, এ মুহূর্তে খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। একই সময়ে পর্যাপ্ত ত্রাণও বিতরণ করা হচ্ছে। কিছু অনিয়ম ধরা পড়ছে। তাই আমরা বন্ধ রেখেছি।

প্রসঙ্গত, দেশে বিভিন্ন স্থানে ওএমএসের চাল কালো বাজারে বিক্রি এবং কয়েকটি জায়গায় ওএমএসের চালসহ কয়েকজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো।

আপনার মন্তব্য

আলোচিত