সিলেটটুডে ডেস্ক

১৬ এপ্রিল, ২০২০ ১৯:২৯

ভুটানে জরুরি ওষুধ পাঠালেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

করোনাভাইরাসের কবল থেকে ভুটানের প্রবীণ নাগরিকদের নিরাপত্তার জন্য জরুরি ওষুধ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর দেয়া ওষুধের দু’টি চালানের প্রথমটি সড়কপথে থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বলে বার্তা সংস্থা ইউএনবি'র একটি খবরে বলা হয়। দ্বিতীয় চালানটি রবিবার পাঠানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম দেশ ভুটান। তাই দুই দেশের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ককে বিবেচনায় ভুটানের রাজার অনুরোধে প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ ওষুধগুলো পাঠিয়েছেন।

ভুটানে পাঠানো ওষুধের মধ্যে বেক্সিমকো ফার্মা উৎপাদিত মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ডের ১০ লাখ ইউনিট এবং স্কয়ার ফার্মা উৎপাদিত ভিটামিন সি সিভিটের ৫ লাখ ইউনিট রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত