নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২০ ২০:৪৮

ডা. মঈনের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে যুবক আটক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সাইবার ইউনিট বুধবার রাজধানীর বাড্ডা থেকে রিয়াজুল আবির (৩১) নামে ওই যুবককে আটক করে।

পুলিশ জানায়, ডা. মঈনের মৃত্যুর পর তাকে জড়িয়ে চিকিৎসকদের উসকে দেওয়ারর জন্য একটি মহল নানান কুৎসামূলক বক্তব্য স্যোশাল মিডিয়াতে প্রচার করতে থাকে। এতে চিকিৎসকদের অনেকেই সাইবার পুলিশের সাথে যোগাযোগ করে এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারকারী দায়ী আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানায়।

বিজ্ঞাপন



এছাড়া সাইবার পুলিশের মনিটরিং সেল ডা. মঈন উদ্দিন সহ চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিভিন্ন পোস্ট শনাক্ত করে। তারই ধারাবাহিকতায় সাইবার পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর বাড্ডা এলাকা থেকে রিয়াজ কে আটক করে। রিয়াজ বরিশালের বাকেরগঞ্জের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ডা. মঈন উদ্দিন মারা যান। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক তিনি।

আপনার মন্তব্য

আলোচিত