বিশেষ প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২০ ১৭:০১

সোহরাওয়ার্দী মেডিকেলে করোনার চিকিৎসা হচ্ছে না

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসা হচ্ছে না।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের নাম পরিকল্পনায় ছিল। কিন্তু উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট এবং ২ নম্বর ভবনকে করোনার জন্য ডেডিকেটেড করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার পরই করোনা (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তবে এখন যখন হাসপাতালে করোনার চিকিৎসা হচ্ছে না তাই আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাব।’

এরআগে মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসার জন্য আরও তিনটি হাসপাতাল নির্ধারণ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। হাসপাতালগুলো হলো— রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মন্তব্য

আলোচিত