সিলেটটুডে ডেস্ক

০৯ মে, ২০২০ ১৪:২৮

অন অ্যারাইভাল ভিসা ১৬ মে পর্যন্ত স্থগিত

করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে বন্দরে নেমে ভিসা পাওয়ার সুবিধায় (ভিসা অন-অ্যারাইভাল) সরকারের স্থগিতাদেশের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক নির্দেশনায় বলা হয়, সব দেশের ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে ‘ভিসা অন-অ্যারাইভাল’ সুবিধা স্থগিত করা হয়। এরপর কয়েক দফায় ওই স্থগিতাদেশের মেয়াদ ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এর মধ্যে মার্চের শেষে যাত্রীবাহী ফ্লাইট চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়। বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে এখন শুধু চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চলছে।

সরকার অফিস-আদালত ও যানবাহন চলাচল বন্ধ রেখে ‘ছুটির’ মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর পর যাত্রীবাহী ফ্লাইট চলাচলে বিধিনিষেধের মেয়াদও ওই পর্যন্ত বাড়ানো হয়। এখন ‘ভিসা অন-অ্যারাইভাল’ সুবিধার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

আপনার মন্তব্য

আলোচিত