সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৫ ০১:৩০

পৌর নির্বাচন স্থগিত চেয়ে রিট

পৌর নির্বাচনে ঘোষিত তফসিলের বিধিমালা ১৯ এর ২, ৩, ৪ ও ৫- এ ত্রুটি থাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্দের বিষয়টি স্পষ্ট করতে এবং এ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। 

রিট আবেদনটি দায়ের করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু।
 
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার (১৩ ডিসেম্বর) এ রিট আবেদনটি করা হয়। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান।
 
তিনি বলেন, ‘যখন একজন সাধারণ কাউন্সিলর এ তফসিল অনুযায়ী, প্রতীক নির্বাচন করতে যাবেন তখন তিনি দ্রষ্টব্য দেখে উল্লিখিত বিধি খোঁজার চেষ্টা করবেন। কিন্তু ওই প্রার্থীতো কোনোভাবে তা খুঁজে পাবেন না। এ কারণে নির্বাচনের প্রতীক বরাদ্দসহ বাকি সব কার্যক্রম স্থগিত চেয়েছি।’   

প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, উপসচিব, আইন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত