নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৩ ১৬:৩৮

নৌকার মনোনয়ন পেলেন সাকিব আল হাসান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি অংশগ্রহণ নিতে চেয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পরামর্শে তিনি নির্বাচন থেকে সরে যান। শেখ হাসিনা তাকে এখনই নির্বাচনে অংশ না নিয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। 

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচনে সাকিব আল হাসান মাগুরা ১, ২ ও ঢাকা-১০ আসনের মনোনয়ন কিনেছিলেন। 

মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী শিখর। 

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। 

আপনার মন্তব্য

আলোচিত