নিউজ ডেস্ক

০১ মার্চ, ২০১৬ ০৯:৪৯

বিএনপির অফিসে যুবদলের তালা, ফাঁকা গুলি

কক্সবাজার জেলা বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে জেলা যুবদলের নেতাকর্মীরা। এসময় ৬ রাউন্ড ফাকা গুলিও ছোঁড়ে সংগঠনটির নেতাকর্মীরা 

গতকাল (সোমবার) রাত ৯টার দিকে শহরের শহীদ স্মরণীতে জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আনুষ্ঠানিক যুবদলের কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগেই বিক্ষুব্ধ হয়ে পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী তাদের।

পদবঞ্চিতরা জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ আবু জানান, নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

তবে এতে চকরিয়া ও পেকুয়ার কিছু যুবকদের স্থান দেওয়া হয়েছে।  পাশাপাশি ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্ব তৈরি করা হয়েছে। এমন অনেককে কমিটিতে আনা হয়েছে, যাদের সঙ্গে যুবদলের তেমন কোন সম্পর্ক নেই।

শহর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ জানান, এটি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পকেট কমিটি। এতে বাদ দেওয়া হয়েছে অনেক ত্যাগী নেতাদের। একারণে জেলা বিএনপি কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে জেলা যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জল জানান, ‘বিদ্রোহ’ করার সুযোগ নেই।  জেলা বিএনপির সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতেই এই কমিটি করা হয়।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে একটি পক্ষ জেলা বিএনপির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে।  এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত