নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০১৫ ১৯:৪২

ছাত্রদল থেকে ছাত্রলীগে যোগদান

সিলেটে ছাত্রদল থেকে কয়েকজন কর্মী ছাত্রীলীগের যোগদান করেছেন। রবিবার বৃহত্তর তালতলা-তেলিহাওর ছাত্রলীগ’র শামীমাবাদ শাখা ছাত্রলীগ অফিসে ফুল দিয়ে তারা ছাত্রলীগে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহীনুর আহমদ শাহীন সাবেক আইন বিষয়ক সম্পাদক বিপ্লব কান্দি দাস, যুবলীগ নেতা লুৎফুর রহমান রাজু, জাহেদ কবির চৌধুরী, ছাত্রলীগ নেতা জাহির আহমদ মোহন, ফরহাদ আহমদ জীবন, রাফিকুল ইসলাম রাফি, ইবাদ খান দিনার, জেলা তরুণ লীগ নেতা মিলাদ হোসেন, মাহমুদুল হাসান, জামিল আহমদ, ইয়াছিন আহমদ, কামরুল ইসলাম, নাবিল রহমান খান, জুয়েল খান,  যুবলীগ নেতা মুমিন, আনোয়ার হোসেন, তৃষার, হৃদয়, সোহাগ প্রমুখ।

ছাত্রলীগে যোগদানকারী ছাত্রদলকর্মীরা হচ্ছেন শিমূল, শাকিল, জামাল, এরসাদ, দিদার, টিটু, মাসুম, আমির, সৈয়দ হামিদুর, হারিস, ইমন, সাদ্দাম, রাশেদ, জাহাঙ্গীর, শরীফ, বাবুল হোসেন, মুন্না, কবির, রুমন, তানভীর।

 

 

আপনার মন্তব্য

আলোচিত