সিলেটটুডে ডেস্ক

১৭ মে, ২০১৬ ১২:৪১

সরকার ‘আসলাম নাটক’ সাজিয়েছে, বললেন রিজভী

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাসের সাথে বিএনপি নেতা আসলাম চৌধুরীর খবর প্রকাশ হলেও এটিকে সরকারের তৈরি করা নাটক বলে মন্তব্য করেছেন  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৭ মে) সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, "তিনশ ডলার ও রাজকোষ লুট হওয়ার সমালোচনা এড়াতে সরকার আসলাম চৌধুরী নাটক সাজিয়েছে"।

তবে বিএনপি নেতার মোসাদের সদস্যের সাথে সেমিনারে অংশ নেয়াকে একেবারে উড়িয়ে না দিয়ে বলেন , "সেমিনারে অংশ নেয়ার মানে সরকার উৎখাতের ষড়যন্ত্র অবিশ্বাস্য। হাস্যকর। গুপ্তচরের সঙ্গে  রাজনৈতিক নেতার আলাপ হলে ফেসবুকে প্রচার হবে সেটা কেউ বিশ্বাস করবে না।"

তিনি আরো বলেন, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আসলাম চৌধুরীর রাজনৈতিক পরিচয় আছে। একটা অনুষ্ঠানে অংশ নিলে পাশে বসলে কথা বলাটাই স্বাভাবিক। সরকার মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার করছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমূখ।

এদিকে মোসাদের সাথে বৈঠকের খবর বের হবার পর আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত