সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৭ ২০:২৮

দেশে রাজনীতি নাই, আছে অপরাজনীতি : ব্যারিস্টার মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, 'দেশে আজ কোনো রাজনীতি নাই। যে রাজনীতি আছে সেটা অপরাজনীতি। তার দৃষ্টান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে হঠাৎ করে পুলিশ তল্লাশির নামে অভিযান চালিয়েছে। আগে থেকে না জানিয়ে তল্লাশি করা এটা এক ধরনের ছোট মনের রাজনীতি, হীনমন্যতা, স্পর্শকাতরতা ও প্রতিহিংসার রাজনীতি। এই রাজনীতির অবসান দরকার।'

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার (২০মে) দুপুরে 'অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি টিচার্স' (এগ্রিকালচারাল সায়েন্স) নামে একটি সংগঠনের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ একথা বলেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন চায় না বিএনপি। ইভিএম দিয়ে ভোট এটা একটি ষড়যন্ত্র। অন্যান্য দেশেও ব্যালট বাক্সে ব্যালট পেপার দিয়ে মানুষ ভোট দেয়। জনগণকে ভোটদানে বিরত রাখার জন্য ও বঞ্চিত করার জন্য তারা এই ধরণের ইভিএম কৌশল গ্রহণ করেছে।'

'বাংলাদেশে কৃষি ও পল্লী উন্নয়নে প্রেসিডেন্ট জিয়ার নীতি ও কর্মসূচি' শীর্ষক মূলপ্রবন্ধ পাঠ করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসএম গোলাম হাফিজ কেনেডী। সংগঠনের সভাপতি কৃষিবদ অধ্যাপক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, অধ্যাপক শাহ মো. ফারুক, অধ্যাপক সিরাজুল করীম, অধ্যাপক ফারুক হাসান, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক এম এ কুদ্দুস, অধ্যাপক নুরুল আলম, অধ্যাপক সহিদুল ইসলাম, কৃষিবিদ হাসান জাফির তুহিন, অধ্যাপক আবদুল লতিফ, অধ্যাপক শওকত আলী প্রমুখ।

ব্যারিস্টার মওদুদ বলেন, 'আমরা ইভিএমে কোনো নির্বাচন চাই না। এই নির্বাচন হবে স্বচ্ছ ব্যালট বাক্সের মধ্যে, ব্যালট পেপার দিয়ে। অবাধে দেশের মানুষ যাতে স্বেচ্ছায় নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দেবে-এই অধিকার নিয়ে যারা ভোট দেবে, সেই ভোট তারা স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারে ফেলবে-এই ধরনের নির্বাচন আমরা দেখতে চাই।'

তিনি আরও বলেন, 'ইনশাল্লাহ আমরা এই নির্বাচনে অংশ করব, একদলীয় কোনো নির্বাচন বাংলাদেশে আর হবে না। আগামী নির্বাচন এমন একটি সরকারের অধীনে হবে, যেই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ থাকবে না, যেই সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে না। সেই ধরনের একটি সরকারের অধীনে আগামীতে বাংলাদেশে নির্বাচনে হবে। সেই নির্বাচনে বিএনপি সমস্ত শক্তি দিয়ে অংশগ্রহণ করবে।'

'ভিশন ২০৩০' প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা নতুন সংস্কৃতি প্রতিষ্ঠা করবো, হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে আনবো। এমন রাজনীতির সংস্কৃতি গড়ে তুলবো যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা একটি ভালো, সুন্দর, একটি সমৃদ্ধশালী দেশের অধিকারী হতে পারে।'

আপনার মন্তব্য

আলোচিত