নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০১৭ ১৮:৩৭

তিন বছর পর এক টেবিলে মুহিত-আরিফ

তিনবছর পর আবার এক টেবিলে বসলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার নগরীর মদন মোহন কলেজে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের এই দুই রাজনীতিবিদ।

এসময় আরিফুল হক নগরীর উন্নয়নে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ২০১৩ সালের ১৫ জুন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। এসময় আওয়ামী লীগ নেতা, স্থানীয় সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত নতুন মেয়রকে অভিনন্দন জানিয়ে নগরীর উন্নয়নে তাকে সহযোগিতার আশ্বাস দেন।

এরপর থেকে নগরীর বিভিন্ন উন্নয়ন ইস্যুতে একসাথে দেখা যায় মুহিত-আরিফকে। একই রিক্সায় করেও নগরীর বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যায় তাদেরকে।

তবে সাবেক অর্থমন্ত্রী শাহএএমএস কিবরিয়া হত্যা মামলার আসামী হওয়ায় ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে ডিসেম্বরে কারাবন্দি হন আরিফ। 

এরপর থেকে মুহিত-আরিফকে আর একসাথে দেখা যায়নি।

গত ২৩ মার্চ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ মেয়র পদ থেকে আরিফের বরখাস্তের আদেশ স্থগিত করলে দুই বছরের অধিক সময় পর গত জুনে পুণরায় মেয়র পদ ফিরে পান আরিফ।

দীর্ঘদিন পর মেয়রের দায়িত্ব ফিরে পেয়ে বৃহস্পতিবার এই প্রথমবারের মতো এক অনুষ্ঠানে অতিথি হন অর্থমন্ত্রী ও মেয়র।

নিজের বক্তৃতায় আরিফুল হক চৌধুরী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সিলেটের অভিভাবক আখ্যা দিয়ে বলেন, প্রায় তিন বছর পর আপনার সাথে দেখা হলো। আপনি সিলেট সিটি কর্পোরশেনরেও অভিভাবক। নগরীর উন্নয়নেও আপনি অভিভাবকের ভূমিকা পালন করবেন, সহযোগিতা অব্যাহত রাখবেন বলে বিশ্বাস করি। আপনার পরামর্শ ও সহযোগিতা নিয়ে সিলেটের উন্নয়নে কাজ করতে চাই।

আপনার মন্তব্য

আলোচিত