সিলেটটুডে ডেস্ক

০১ আগস্ট, ২০১৭ ০২:৫৭

সহায়ক সরকারে বিশ্বাসী নই: এরশাদ

২০১৯ সালের নির্বাচনের জন্যে বিএনপির দাবিকৃত নির্বাচনকালীন সহায়ক সরকারে জাতীয় পার্টি বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য তার।

সোমবার (৩১ জুলাই) বিকালে বন্দরের পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এমপি প্রয়াত নাসিম ওসমানের জন্মদিন ও নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবন উদ্বোধন উপলক্ষে জেলা জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, আমি যখন ক্ষমতায় ছিলাম তখন নারায়ণগঞ্জে রাস্তা ঘাট নির্মাণ করেছি। সড়কের ব্যাপক উন্নয়ন করেছি। উপজেলা করেছি। নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন করেছি, নারায়ণগঞ্জকে থানা থেকে জেলায় রূপান্তর করেছি। কাঁচপুর ব্রিজ আমি করেছি, এই মহাসড়ক আমি করেছি, এরকম অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানকে দিয়ে করিয়েছি। আগামীতে যদি ক্ষমতায় আসি তাহলে আমার প্রথম কাজ হবে শীতলক্ষ্যা সেতু নির্মাণ।

জাতীয় পার্টি আগামী নির্বাচনে মহাজোটে থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাজোটে থাকব কি না তা সময়েই বলে দেবে।

তিনি বক্তব্যের মাঝখানে নাসিম ওসমান স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন। এসময় তিনি ওসমান পরিবারের ভূয়সী প্রশংসা করেন এবং সেলিম ওসমান এমপি অরাজনৈতিক সুন্দর বক্তৃতারও ভুয়সী প্রশংসা করেন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার , কেন্দ্রীয় নেতা ফিরোজ রশিদ এমপি, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রশিদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত