সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৭ ০১:০৮

আমাদেরকে ধৈর্য ধরে ঠাণ্ডা মাথায় কমেন্ট করা উচিত: কাদের

প্রধান বিচারপতির বক্তব্যের জবাব না দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ঠাণ্ডা মাথায় কমেন্ট করা উচিত।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশের শুনানিতে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, 'আমরা বিচার বিভাগ যথেষ্ট ধৈর্য ধরছি। আজকে একজন কলামিস্টের লেখা পড়েছি। সেখানে ধৈর্যের কথা বলা আছে। পাকিস্তানের সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রীকে অযোগ্য করেছেন। সেখানে কিছুই (আলোচনা-সমালোচনা) হয়নি। আমাদের আরও পরিপক্বতা দরকার'

এ বিষয়ে প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,'আজকে কী বক্তব্য দিয়েছেন ঠিক আমি জানি না। কোনও কিছু না জেনে অন্ধকারে কি ঢিল ছুড়ব? আমি বক্তব্যটা আগে জেনে নেই, তিনি কী বলেছেন। এখন হুট করে কোনও মন্তব্য করা ঠিক নয়। মাথা ঠাণ্ডা রেখে কথা, কাজ করা উচিত।'

তিনি বলেন,'এই মুহূর্তে দেশে একটা বন্যা পরিস্থিতি অতীতের রেকর্ড ভাঙতে যাচ্ছে। এ অবস্থায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ঠাণ্ডা মাথায় কমেন্ট করা উচিত।'

আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন- বিএনপি বলছে আপনারা প্রধান বিচারপতির ওপর চাপ সৃষ্টি করছেন। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা কোনও দোষের বিষয় নয়। এসব নিয়ে আমাদের অবজারভেশন যেটা, সেখানে পর্যবেক্ষণে আমাদের দলের একটা অবস্থান আছে। সেটা প্রধান বিচারপতিকে অবহিত করা অন্যায়ের কিছু আছে বলে আমি মনে করি না।

আর তিনি কী বলেছেন, তার ওপরে কেউ চাপ সৃষ্টি করছে? প্রধান বিচারপতিকে আমরা কেন চাপ দিতে যাব? তিনি কী বলেছেন, তাকে চাপ দিতে গেছি। রাষ্ট্রপতি কি চাপ দেয়ার লোক, রাষ্ট্রপতি কি কারও চাপে বিভ্রান্ত হবেন? জাতীয় সংসদই তাকে রাষ্ট্রপতি করেছেন। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এটা জনগণের মাধ্যমে আছে। আমরা জনগণের দল।'

ওবায়দুল কাদের বলেন, 'আমরা প্রধান বিচারপতির সঙ্গে এ রায় নিয়ে কথা বলতে পারব। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে পারব, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রধান বিচারপতির সঙ্গে কথা বলতে পারব- এতে দোষের কী আমি তো জানি না।'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের উল্টো জবাব দিয়েছেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, 'মির্জা ফখরুল সাহেব যে বিষয়গুলো বলছেন, তিনি তো ধান ভানতে গিয়ে শিবের গীত গাইছেন। আমি বললাম যে, মাননীয় প্রধান বিচারপতি যে পর্যবেক্ষণ দিয়েছেন, সুপ্রিমকোর্টের যে পর্যবেক্ষণ, সেখানে জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ ক্ষমতা দখল বলে অভিহিত করেছে এবং উড়ে এসে জুড়ে বসা ব্যানানা রিপাবলিক করার বিষয়ে উল্লেখ আছে। আমি তাকে বলেছি, এটা নিয়ে আপনারা নীরব কেন, তিনি বলছেন, বিএনপি অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ। আপনারাই বলুন উত্তরটা কি সঠিক দিয়েছেন উনি? প্রশ্ন করলাম একটা, উনি সোজাপথে সঠিক উত্তর না দিয়ে ঘুর পথে বাঁকা উত্তর দিলেন। এটা প্রশ্নবিদ্ধ। আবারও বলব সঠিক উত্তর দিন। মাননীয় প্রধান বিচারপতির পর্যবেক্ষণে অবৈধভাবে ক্ষমতা দখলের যে উল্লেখ সেটা নিয়ে সোজা উত্তর দিন।'

আপনার মন্তব্য

আলোচিত