সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২০ ২০:৪০

শেখ হাসিনার পায়ে ধরে সালাম করলেন সুলতান মনসুর

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাবেক ও বর্তমান নেতাদের মিলন মেলার আয়োজন করা হয়েছিলো শনিবার। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন ছািত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর।

গত নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সাংসদ নির্বাচিত হন মনসুর। যিনি এক সময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও ছিলেন। ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এলে বর্তমান নেতারা সুলতান মুনসুরকে স্বাগত জানিয়ে মঞ্চে আসন দেন। এরপর দুপুর দুইটা ৩২ মিনিটে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় গোটা উদ্যানে উল্লাস ছড়িয়ে পড়ে। আনন্দে ভাসতে থাকেন নেতাকর্মীরা।

ঠিক এমন মুহূর্তে মঞ্চে উপস্থিত থাকা সুলতান মুনসুর শেখ হাসিনার কাছে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করেন। প্রধানমন্ত্রী স্মিত হেসে তাকে স্বাগত জানান।

আপনার মন্তব্য

আলোচিত