নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি , ২০২০ ০০:৫২

ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র শেখ তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের পর রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

তাপসের প্রাপ্ত ভোট ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধীদল বিএনপি। প্রতিবাদে রোববার রাজধানীতে হরতালের ডাক দিয়েছে দলটি।

ঢাকা দক্ষিণ সিটিতে এবার ১১৫০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬৫২৫ভোট; জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন লাঙন প্রতীকে পেয়েছেন ৫৫৯৩ ভোট; গণফ্রন্টের প্রার্থী আবদুস সামাদ সুজন মাছ প্রতীকে পেয়েছেন ১২৬৮৭ ভোট; বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান ওর‌ফে আয়াতুল্লাহ ডাব প্রতীকে পেয়েছেন ২৪২১ ভোট; ন্যাশনাল পিপলস পার্টির মো. বাহারা‌নে সুলতান বাহার আম প্রতীকে ৩১৫৫ ভোট পেয়ে‌ছেন।

শেখ ফজলে নূর তাপস আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান ও যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ছোট ভাই। তিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন, এবং মেয়র পদে নির্বাচনের জন্যে গত মাসে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত