সংবাদ বিজ্ঞপ্তি

০৭ ডিসেম্বর, ২০২০ ০০:১৪

মোহাম্মদনগর বাজার কমিটির নির্বাচন : সভাপতি কাজল, সম্পাদক ইমাম, কোষাধ্যক্ষ আক্তার

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) মোহাম্মদনগর বাজারের লাল মার্কেটে সকাল ১০টা থেকে টানা ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান উপদেষ্টা ও বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজল দাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আজির উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট। সহ সভাপতি পদে মোবাইল ফোন প্রতীকে সয়ফুল ইসলাম ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রহিম বাদশা চশমা প্রতীকে ৫৬ ও সেলিম আহমদ খান কাপ-পিরিচ প্রতীকে ৩ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে ইমাম উদ্দিন ঘড়ি প্রতীকে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আব্দুস খালিক ফুটবল প্রতীকে ৫৪ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে আম প্রতীকে মুরাদ আহমদ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নজরুল ইসলাম পেয়েছেন ৫৩ ভোট। কোষাধ্যক্ষ পদে আক্তার হোসেন রিক্সা প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি বিজয় দাস পেয়েছেন ৫৪ ভোট। দপ্তর সম্পাদক পদে মান্না দাস প্রজাপতি প্রতীক নিয়ে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মো. মইনুল ইসলাম পেয়েছেন ৪৪ ভোট। সদস্য পদে কয়েছ আহমদ কবুতর প্রতীকে ৬৮ ভোট, মো. রিপন মাহমুদ গোলাপ ফুল প্রতীকে ৫৪ ভোট, বকুল বর্ধন মোরগ প্রতীকে ৫২ ভোট পেয়ে নির্বাচিত পেয়েছেন। নির্বাচনে সকল পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার ছিলেন ১২৫ জন। ভোট দিয়েছেন ১২৪ জন।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, প্রিজাইডিং অফিসার জাহিদ আহমদ, সহকারি প্রিজাইডিং অফিসার মো. মইনুল ইসলাম ও বদরুল ইসলাম, উপ এসআই আবু সাঈদ, ইউপি সদস্য মঈন উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত