বড়লেখা প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২৪ ২৩:৫১

বড়লেখায় অসুস্থ মন্নানের চিকিৎসায় আল-ইহসান সমাজকল্যাণ সংস্থার আর্থিক অনুদান

ছবি: সংগৃহীত

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গজভাগ গ্রামের অসুস্থ রোগি আব্দুল মন্নানের পাশে দাঁড়িয়েছে কাতারস্থ আল-ইহসান সমাজকল্যাণ সংস্থা।

গত মঙ্গলবার ওই দুস্থ রোগির বাড়িতে শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে গিয়ে সংস্থার নেতৃবৃন্দ জানতে পারেন অর্থের অভাবে তার চিকিৎসা গ্রহণ ব্যাহত হচ্ছে। তাৎক্ষণিক সংস্থার প্রতিনিধি দল আল-ইহসান সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন আল-ইহসান সমাজকল্যাণ সংস্থা কাতারের প্রতিনিধি তরুণ সমাজসেবক রায়হানুল হক, আব্দুর রশিদ রাজু, ইমরাম হোসেন মামুন, গজভাগ গ্রাম পঞ্চায়েতের মুরব্বি মজাইদ আলি, শফিক উদ্দিন আফাং ও আব্দুস শহীদ পটল।

আপনার মন্তব্য

আলোচিত