সিলেটটুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৬ ২৩:৪১

প্রতিকারের চাইতে প্রতিরোধই সঠিক উপায় : জেএনআরবি

'প্রতিকারের চাইতে প্রতিরোধই সঠিক উপায়' এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জের ফুলসাইন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে এসেম্বলিতে এক কর্মশালার আয়োজন করে জালালাবাদ এনআরবি কল্যাণ সংস্থা (জেএনআরবি)।

ফুলসাইন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা ও ফুলসাইন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই কর্মশালায় অংশ গ্রহণ করেন।

কর্মশালার জেএনআরবি সদস্যরা কিভাবে দৈনন্দিন জীবনে সুস্থ থাকা যায়, অল্প টাকায় প্রাকৃতিক ফলমূল-শাক সবজি থেকে শরীরে প্রয়োজনীয় ভিটামিন প্রয়োগ, এই ফলমূল-শাক সবজির মাধ্যমে কিভাবে বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায় এবং সচেতনতা মূলক বিষয় নিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ফুলসাইন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা করেন।

কর্মশালাটি পরিচালনা করেন প্রভাষক অসীত চক্রবর্তী। কর্মশালার প্রধান বক্তা ছিলেন জেএনআরবি‘র সহ-সভাপতি মাহবুব এলাহি। কর্মশালায় সভাপতি ছিলেন, জেএনআরবি‘র সভাপতি আখিকুল হক শামিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেএনআরবি‘র কল্যাণ সংস্থার সহ-সভাপতি এনামুল হাই, সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবুল, সাংঘঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমদ, ফুলসাইন ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ছনু মিয়া, মিছবাহ উদ্দিন।

শিক্ষকদের মধ্যে বিজিত কৃষ্ণ গোস্বামী, মো. হিরা মিয়া, মো. জাবেদ আহমদ, মো. জুনাইদ আহমদ, সালেহ আহমদ, দীপক চক্রবর্তী, জবরুল আলম, ফাতেমা বেগম হেপি, শাহানা আক্তার, সুপ্তা রানী চন্দ্র, নীলিমা বেগম, মো. জহিরুল আলম শাহিন,অপু চন্দ্র দাস প্রমুখ ও ফুলসাইন দ্বীপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত