সিলেটটুডে ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৬ ০০:০৮

কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বালাগঞ্জ দলকে সংবর্ধনা

মাহা জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা কাবাডি টুর্নামেন্ট ২০১৫-২০১৬ চ্যাম্পিয়ন হওয়ায় বালাগঞ্জ উপজেলা দলকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে ও হিন্দু বিবাহ নিবন্ধক নয়ন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহি উদ্দিন সেলিম, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. আনহার মিয়া, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, কৃষি অফিসার আব্দুল মালেক, সমবায় কর্মকর্তা মো. সাদেক মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুর রহমান আকন্দ, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমদ, বাবু কৃপেষ শুক্লবৈদ্য, প্রবাসী কমিউনিটি নেতা খিজির আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অরুনোদয় পাল ঝলক, বালাগঞ্জ উপজেলা পরিষদের সহ সভাপতি আমির হোসেন নুরু, ক্রীড়া সংস্থার যুগ্মসাধারন সম্পাদক মো. জুনেদ মিয়া, টিম ম্যানেজার ইমরানুর রহমান এমরান, কোষাধ্যক্ষ চঞ্চল পাল, কাবাডি দলের সাবেক জাতীয় দলের খেলোয়াড় এম মুজিবুর রহমান, সমকালের স্টাফ ফটোগ্রাফার ইউসুফ আলী, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, কুশিয়ারাকুলের প্রকাশক হুসাইন আহমদ, বালাগঞ্জ খেলোয়ার সংস্থার আহবায়ক সাবেক ফুটবলার আইনুর আহমদ রুমন, বালাগঞ্জ শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি মাহমুদ হোসেন মাছুম, কাবাডি দলের পক্ষে জুয়েল আহমদ নুর, প্রবাসী নুরুজ্জামান, আব্দুস সামাদ, স্বরুপ দে শংকু, লিটন মিয়া, ময়নুল ইসলাম, জুয়েল আহমদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহি উদ্দিন সেলিম তার ব্যক্তিগত পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে পচিশ হাজার টাকা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া দশ হাজার টাকা নগদ প্রদান করেন।

অনুষ্টানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও কাবাডি দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে কাবাডি দলের খেলোয়ারদের ক্রেষ্ট ও পোশাক উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. সামসুল ইসলাম ।

আপনার মন্তব্য

আলোচিত