নিউজ ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:১৫

বইপড়া উৎসবের উদ্বোধন শুক্রবার

সিলেটে অষ্টম বইপড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী শুক্রবার। ওই দিন বেলা ৩টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত এ বইপড়ায় সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠানের দিন বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রিপোর্টিং করতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করতে গত ৮ বছর যাবত এ বইপড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে এবং উৎসবটি ইতিমধ্যে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।


আপনার মন্তব্য

আলোচিত