সিলেটটুডে ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:৫৭

দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় আইন শৃংখলা বিষয়ক সভা

সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ড পাঠানপাড়া সোনালী সংঘের উদ্যোগে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় গত শুক্রবার রাতে জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

পাঠানপাড়া সোনালী সংঘের সভাপতি শাহেদ আহমদ আরবী সভাপতিত্বে সাধারণ মনজুর আহমদ খান ও সহ-সাধারণ সম্পাদক আফজল সিরাজ পাবেল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জিদান আল মুসা, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল ফজল, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্যানেল মেয়র এডভোকেট রোকসানা  বেগম শাহনাজ, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কিশলয় কিন্ডার গার্টেন ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিশিষ্ট মুরব্বী আতিকুল হোসেন খান, পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী মোজাফর খান, পাঠানপাড়া সোনালী সংঘের উপদেষ্টা ফরহাদ হোসেন, মনজুর আলম খান, মোতাহির হোসেন জিহাদ, পাঠানপাড়া সোনালী সংঘের সহ-সভাপতি গোলাম মিনহাজ রুমেল, কার্যকরি কমিটির সদস্য দিলোয়ার খান, অর্থ সম্পাদক মুর্শেদ আলম খান, প্রচার সম্পাদক সাংবাদিক রাশেদুল হোসেন সোয়েব, ক্রীড়া সম্পাদক ইজাজুল হোসেন রাহেল, সদস্য মিলাদ, ছমর, ফাহিম, ফাহিম খান, রিয়াদ, সবুজ, তোফাজ্জল, সোবন, ময়নুল খান, নাদিম, তানজিল, তুহিন, ফারাবি, রুবেল প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সহ-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমাজসেবা সম্পাদক মুমিনুল ইসলাম বকুল।

আপনার মন্তব্য

আলোচিত