ডেস্ক রিপোর্ট

২৫ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৩৮

নিজের জীবন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান এমপি সামাদের

সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অবকাঠামো গত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায় সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। সরকারের এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে মান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। খেলাধুলা লেখাপাড়ার একটি অংশ। তবে লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে নিজে জীবন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার পুরানবাজার পিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুবেদ আহমদ চৌধুরী শিপুর সভাপতিত্বে ও শিক্ষিকা আজিমা বেগমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাশ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর, ফেঞ্চুগঞ্জ বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামলীগের সভাপতি শওকত আলী, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, হাটুভাঙ্গ দারুস সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সহিদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ম্যানেজিং কমিটির সদস্য আলতাউর রহমান রুনু, বিশিষ্ট সমাজসেবী হাজী লেইছ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য শেখ এনাম আহমদ ও আরাফ উদ্দিন, মঈন উদ্দিন আহমদ, সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল আওয়াল কয়েছ, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, আব্দুল হামিদ, ছাত্র জান্নাত প্রিয়া প্রমুখ।

পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও বিশেষ বৃত্তি তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত