সংবাদ বিজ্ঞপ্তি

০৬ মার্চ, ২০১৬ ০০:০০

এমডিজেএফ’র সভাপতি ইকবাল, সম্পাদক ফেরদৌস

মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম (এমডিজেএফ) এর জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপদেষ্টা সরওয়ার আহমদ (আজকের পত্রিকা) আবুল কালাম জিলা (দৈনিক খবর)। সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল (সম্পাদক পাতাকুঁড়ির দেশ ও ইন্ডিপেন্ডেন্ট), বিশ্বজোতি চৌধুরী বুলেট (যুগান্তর), আব্দুল বাছিত বাচ্চু (সকালের খবর) ও খালেদ পারভেজ বকশ্ (আজকের পত্রিকা)।

যুগ্ম সম্পাদক পদে ভাস্কর হোম চৌধুরী (আরটিভি), এম মছব্বির আলী ( দি নিউ নেশন), ইসমাইল মাহমুদ (সম্পাদক শ্রীভূমি), সানোয়ার হোসেন (সম্পাদক কমলগঞ্জ সংবাদ), নুরুল মোহাইমিন মিল্টন (ইত্তেফাক)।

সাংগঠনিক সম্পাদক পদে আজিজুল ইসলাম (যুগান্তর) ও প্রনীত রঞ্জন দেবনাথ (সমকাল)।

কোষাধ্যক্ষ- মামুনুর রশীদ মহসীন (সম্পাদক মুক্তকথা)। প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব (সহযোগী সম্পাদক পূর্বদিক), সহ প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম শাওন। দফতর সম্পাদক আব্দুল ওয়াদুদ (যায়যায়দিন)। ক্রীড়া সম্পাদক আলী হোসেন রাজন (আলোর জগৎ), সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান রাহেল (আমার সংবাদ), সহ সাংস্কৃতিক সম্পাদক হৃদয় দেবনাথ (জি টিভি), সমাজকল্যাণ সম্পাদক সোহেল রানা (স্টাফ রিপোর্টার আমাদের অর্থনীতি), তথ্য ও গবেষণা সম্পাদক এম এ ওয়াহিদ রুলু (ইনকিলাব), মহিলা বিষয়ক সম্পাদক শিরিন শিলা ও সাহিত্য সম্পাদক এমদাদুল হক (এশিয়ান এইজ)।

সদস্যবৃন্দ: মুজিবুর রহমান রঞ্জু (প্রথমআলো), সৈয়দ মুহাম্মদ আলী, আনহার আহমদ সমশাদ (পলাশ টিভি), মওসুফ এ চৌধুরী (সম্পাদক দেশপক্ষ), মাসুদ আহমদ (মানবজমিন), আব্দুল আজিজ (সিলেটের ডাক), শ ই সরকার জবলু (খবরপত্র), সালেহ এলাহী কুটি (দেশটিভি), বিকুল চক্রবর্তী (ই টিভি), ইমন দেব চৌধুরী (চ্যানেল নাইন), সঞ্জয় কুমার দে (মাই টিভি), জাফর খাঁন (বিজয় টিভি), মশাহিদ আহমদ (সিলেট বানী), শুধাংশু শেখর হালদার, দুরুদ আহমদ, আব্দুল কাইয়ূম (দৈনিক বাংলা একাত্তর), মিজানুর রহমান শিপু (একুশে), মতিউর রহমান (সন্ধ্যাবানী), নাজমুল হোসেন, আতিকুর রহমান আকই।

এদিকে সকাল ১১টায় জেলার সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপর এক মত বিনিময় সভা প্রবীণ সাংবাদিক সরওয়ার আহমদ এর সভাপতিত্বে স্থানীয় জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, নুরুল ইসলাম শেফুল, অশোক কুমার দাশ, মুজিবুর রহমান রঞ্জু, সালেহ এলাহী কুটি, ইসমাইল মাহমুদ, আব্দুল বাছিত বাচ্চু, নুরুল মোহাইমিন মিল্টন, প্রনীত রঞ্জন দেবনাথ, খালেদ পারভেজ বকশ্, সৈয়দ মোহাম্মদ আলী, এম এ ওয়াহিদ রুলু, আব্দুল ওয়াদুদ, মশাহিদ আহমদ, শ ই সরকার জবলু, হুমায়ূন বাপ্পী, এমদাদুল হক, হৃদয় দেবনাথ, পুর্ণেন্দু দাশ গুপ্ত প্রমুখ।

মত বিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রায় ৬০জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দুপুরে আগত সাংবাদিকদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত