ডেস্ক রিপোর্ট

০৯ মার্চ, ২০১৬ ১৪:০৮

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব কর্মসূচীর আয়োজন করা হয়।

পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বঙ্গবন্ধু সিলেট বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু হোসেন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, মহানগর আওয়ামী লীগ নেতা জাফর চৌধুরী, বিএমএ সিলেটের সভাপতি ডা. রোকন উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ সিলেট মহানগর শাখার আহবায়ক শামছুল আলম, প্রফেসর ডা. জামাল উদ্দিন ভ্ঞূা, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, ডা. খন্দকার মাজহারুল ইসলাম শাহজাহান।

সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদের স ালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, বঙ্গবন্ধু পরিষদ অগ্রনী ব্যাংক শাখার সভাপতি সুশান্ত দেব, শাবিপ্রবির সহকারি অধ্যাপক করিমা বেগম, যুব মহিলালীগ মহানগরের যুগ্ম আহবায়ক ডা. খোর্শেদা আক্তার, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা জেলার সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক পিংকু ধর, মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহজাহান আজিজ, যুগ্ম সম্পাদক ইছলাহ উদ্দিন মাহবুব, সিলেট জেলা যুবলীগ নেতা তুহিন আহমদ, জামাল আহমদ, আব্দুর জব্বার পাপ্পু, শাহিনুর রহমান শাহীন, খন্দকার ফায়েক উজ জামান মাস্টার, কালাম আহমদ, মো. মখলিছুর রহমান, মো. আব্দুল লতিফ, আবুল মনসুর আহমদ, নিউজার্সি যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুলিয়ান চৌধুরী রাহি, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, আহমদ হোসেন খান, রাহাত তফাদার, জাহিদ ইসলাম প্রমুখ।

পরে অতিথিরা শিশুদের নিয়ে কেক কাটেন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত