সংবাদ বিজ্ঞপ্তি

১০ মার্চ, ২০১৬ ০১:৫৭

শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আগামী ১৬ মার্চ ২০১৬ তারিখ বুধবার সকাল ১১:০০টায় পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমী ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগ্রহী প্রতিযোগিরা নির্ধারিত তারিখে সকাল ১০:৩০টায় তাৎক্ষণিক রেজিস্ট্রেশনপূর্বক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতা তিন গ্রুপে অনুষ্ঠিত হবে : ‘ক’ গ্রুপ- প্রথম শ্রেণি হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত, বিষয় : ইচ্ছেমতো, মাধ্যম : ইচ্ছেমতো।

‘খ’ গ্রুপ- পঞ্চম শ্রেণি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত, বিষয় : বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মাধ্যম : প্যাস্টেল।

‘গ’ গ্রুপ- নবম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, বিষয় : বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মাধ্যম : জলরং।

উল্লেখ্য, প্রত্যেক প্রতিযোগিকে ১১ ইঞ্চি × ১৬ ইঞ্চি মাপের কার্টিজ পেপারে ছবি আঁকতে হবে।

প্রতিযোগিরা নিজ নিজ অঙ্কন সামগ্রী সঙ্গে নিয়ে আসবে, কর্তৃপক্ষ শুধু কাগজ সরবরাহ করবে।

প্রতিযোগিতায় প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে আগামী ১৭ মার্চ ২০১৬ তারিখ, বৃহস্পতিবার, সকাল ১১:০০টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশ, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত